Facebook

এই অতিবিক্ত গরমে শরীর সুস্থ রাখবেন যেভাবে

 

আমাদের দিনের  শুরুতেই বেশি খাওয়া উচিত এবং রাতে খাবারটা হতে হবে কম।কেননা ঘুমের সময় অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সকালেই  খেতে  হবে সবচেয়ে ভারী খাবার আর রাতে খেতে হবে হালকা খাবার। বেশির ভাগ মানুষের ক্ষেত্রেই এর বিপরীত ঘটে থাকে।


অনেক সময় খাবার খাওয়ার পর পর কাজে লিপ্ত হয়ে পরি যা স্বাস্থ্যের ব্যাঘাত ঘটায়।তাই খাবার আগে ও পরে যদি কিছু সাধারণ নিয়ম অনুসরণ করা না যায় তাহলে স্বাভাবিক ভাবেই দেহের ওজন বৃদ্ধি পায় এবং হজম ক্রিয়াতে সমস্যার সৃষ্টি হয়।


তাই কৌশল অবলম্বন করে খাবার গ্রহন করলে স্বাস্থ্যের জন্য ভালো ফল পাওয়া যাবে সেই সাথে হজম ক্রিয়া উন্নত হবে এবং অতিরিক্ত ওজন হ্রাস পাবে নিমিষেই।



খাবার আগে যে ব্যাপারগুলো মনে রাখতে হবেঃ


১. ঢিলাঢালা ও আরামদায়ক পোশাক পরতে হবে

আঁটসাঁট পোশাক পরে খাবার খাওয়া উচিত নয় কারন তা অস্বস্থির সৃষ্টি করতে পারে। আঁটসাঁট পোশাক পরে খাবার খাওয়ার ফলে পেটের সমস্যার সৃষ্টি হয় এবং পেট ফুলে থাকে।

২. পানি খেতে হবে


বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় যেকোনো মূল খাবার খাওয়ার সময় আমরা বেশি খেয়ে ফেলি। তাই খাবার ঠিক ১০ মিনিট আগে ১ গ্লাস পানি খেতে হবে। এর ফলে দেহকে পানিশূন্যতা থেকে রক্ষার পাশাপাশি তা বেশি খাওয়ার প্রবনতা কমাবে।


খাবার পরে যেসব কাজগুলোর কথা মনে রাখতে হবে

  খাবার পর কি কি করা যাবে সেটা নির্ধারিত হবে খাবার পর ঠিক কতটুকু সময় আপনার হাতে থাকবে তার উপর।তাই নিজস্ব রুটিনের সামান্য কিছু পরিবর্তন এনে খুব সহজেই ভালো ফলে পেতে পারেন।

১. খাবার খাওয়ার পর ফল খাওয়া থেকে বিরত থাকুন

আমাদের মাঝে অনেকেই খাবার খাওয়ার পরপরই ফল খেয়ে থাকেন কিন্তু এটা ঠিক নয়। কারন এর ফলে পেট ফাঁপা ও হজমের সমস্যা হতে পারে। তাই ফল খেতে হলে খাবার খাওয়ার পর বেশ কিছু সময় অপেক্ষা করে তবেই ফল খান।

২. খাবার পর গোসল করবেন না

খাবার পর পরই গোসল করবেন না এতে হজমের প্রাকৃতিক প্রক্রিয়া বাধাগ্রস্থ হয় এবং বদ হজমের সম্ভাবনা থাকে। তাই পরিস্কার ও সতেজ থাকতে সব সময় চেষ্টা করুন দুপুরে বা রাতে খাবার ঠিক আগে গোসল করতে।

৩. নিয়মিত হাঁটতে যান

খাবার পর ধীরে ধীরে কিছুক্ষন হাঁটুন।এতে খাবার হজম হবে ভালো ভাবে এবং পেট ফোলা ভাব কমে যাবে।

৪. খাবার পর অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন

খাবার পর ধীরে ধীরে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো কিন্তু কোন ধরনের ব্যায়াম করা বা অতিরিক্ত পরিশ্রমের কাজ করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই ব্যায়াম দিনের শুরুতেই করে ফেলা উত্তম।

৫. জেগে থাকতে হবে

যেকোনো মূল খাবার খাওয়ার পর স্বাভাবিক ভাবেই একটু ঘুমাতে ইচ্ছে করে। কিন্তু আপনি যখন ঘুমান তখন হজমক্রিয়ার গতি ধীর হয়ে যায়। তাই খাবার পরপরই ১ থেকে ২ ঘণ্টার মাঝে ঘুমাবেন না সেটা রাত বা দিন যখনি হোক।

৬. দাঁত ব্রাশ করুন

খাবার দাঁতের প্রচুর ক্ষতি করে। তাই খাওয়ার পর পরই ভালোভাবে দাঁত করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন তেল চর্বির ভারী খাবার, মিষ্টি ও অম্ল জাতীয় খাবার খাওয়া হয়।

৭. ধূমপান থেকে বিরত থাকুন

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আমরা সবাই জানি তাই ধূমপান করবেন না আর যদি করতেই হয় দুপুরে বা রাতে খাবার পর সেটা করা থেকে বিরত থাকুন। কারন এর ফলে গৃহিত খাবার থেকে তা পুষ্টি শোষণ করে নেয় এবং ক্ষুধা বাড়িয়ে দিয়ে অতিরিক্ত খাবার ইচ্ছার সৃষ্টি করে